আওয়ার ইসলাম: ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) দেশটির উত্তরপ্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’।
এর মধ্য গত সাতদিনে সাহরানপুরের দেওবন্দ এলাকায় ভারতে ক্ষমতাসীন দল বিজেপির তিনজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তবে কারা এই কাজ করল তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১২ অক্টোবর) রাতে ৪৭ বছর বয়সী বিজেপি নেতা ধারা সিংকে গুলি করে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি চিনিকলের সেক্টর ইনচার্জ।উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দের বাসিন্দা ধারা সিং বাইকে করে ফিরছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই গুলি চালানো হয় তার ওপর।
এদিকে শেষ এক সপ্তাহে এখানে ৩ জন বিজেপি নেতাকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে গত ৮ অক্টোবর বিজেপি নেতা জশপাল সিংকে গুলি করে হত্যা করে কয়েকজন বন্দুকধারী। আর গত ১০ অক্টোবর আরেক বিজেপি নেতা কবির তিওয়ারিও বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
সূত্র: এনডিটিভি
আরএম/