শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব

সিরিয়ায় তুর্কি অভিযান বন্ধের আহ্বান ন্যাটোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত চার শতাধিক কুর্দি সেনা নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছে বাহিনীর আরও কমপক্ষে হাজার খানেক সদস্য। শুক্রবার (১১ অক্টোবর) তুর্কি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তুর্কি সেনাদের চলমান এই অভিযান অবিলম্বে বন্ধের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিকজোট ন্যাটো।

সূত্রের বরাতে করা প্রতিবেদনে গণমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) তুরস্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানান। তুরস্ককে সতর্ক করে তিনি বলেছেন, ‘এবারের বহিঃআক্রমণের ফলে সেখানে ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’র আরও বেশি উত্থান হতে পারে। তাই আঙ্কারার উচিত এখনই এই সংঘাত বন্ধ করা।’

ইস্তানবুলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলু ক্যাভুসোগলুর সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে সিরিয়ায় কুর্দি সেনাদের নিয়ে তুরস্কের উদ্বেগ থাকাটা সম্পূর্ণ বাস্তবসম্মত। তবুও ইসলামিক স্টেট আইএসসহ অঞ্চলটির সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পূর্বের অভিযানে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা এই আক্রমণের ফলে আরও বেশি ‘বিপর্যস্ত’ হতে পারে।’

পরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ‘বর্তমানে তুরস্ক যে হুমকির সম্মুখীন হয়েছে তার বিরুদ্ধে ন্যাটোর কাছ থেকে এখনো পারস্পরিক সহযোগিতা ও সংহতি আশা করছে আঙ্কারা।’ এর আগে একইদিন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ‘যে যাই বলুক না কেন, আমরা কোনো অবস্থাতে এটা (সামরিক অভিযান) বন্ধ করতে পারব না।’

এ দিকে অবিলম্বে এই সেনা অভিযান বন্ধ করার জন্য তুর্কি প্রশাসনকে এরই মধ্যে অনুরোধ জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। তাছাড়া তুরস্কের এই অভিযান ভালোভাবে নিচ্ছে না ভারত, ইতালির মতো বহু দেশ। এমনকি সংযত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র পাকিস্তানের সমর্থন কিন্তু তুর্কি প্রশাসনের প্রতিই আছে।

এর আগে গত বুধবার (৯ অক্টোবর) সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দিবাহিনীর ওপর সশস্ত্র অভিযান শুরু করে তুরস্ক। যা এখনো অব্যাহত আছে।

আরেএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ