আওয়ার ইসলাম: মদ-জুয়া, খুন, সন্ত্রাস বন্ধের দাবি ও আবরার হত্যার প্রতিবাদসহ ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের পক্ষে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়েছে, তার স্ট্যাটাসে দেশ বিরোধী কোনকিছু ছিল না। আসলে আবরারকে হত্যা করা হয়নি বরং গোটা বাংলাদেশ, বাংলাদেশের পতাকাকে হত্যা করা হয়েছে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আগামী ১৫ দিনের মধ্যে বিশেষ ট্রাইবুন্যালে আবরার হত্যার বিচারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, শেখ বারী মাসউদসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএম/