আওয়ার ইসলাম: ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন।
বুধবার (৯ অক্টোবর) বিকালে সাড়ে ৩টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড ঘিরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্ররাজনীতি জড়িত। কিছু ঘটনার জন্য ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়ার কথা ঠিক নয়। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের লাখ টাকার বেশি খরচ হয়। সরকারের টাকায় কেউ বসে বসে খারাপ কাজ করবে এটা হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লী যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।