আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছেলে নাতী রাইয়ান খাদেম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হুজুরের শারীরিক অবস্থা আশংকামুক্ত। তবে পরিপূর্ণ সুস্থতা ও দুর্বলতা কাটিয়ে উঠতে দীর্ঘ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বর্তমানে দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ অসুস্থ হয়ে বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।
এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। পরে গত ররবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে আনা হয় তাকে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।
আরএম/