আওয়ার ইসলাম: আবরার হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জাানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেছেন, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট। যেখানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। সেই বুয়েটে শিবির সন্দেহে ছাত্র হত্যা করা হয়েছে। ছাত্র যদি শিবির করে, তাকে হত্যার অধিকার সংবিধান দেয় না। এই ধরনের হত্যা জাতি মানতে পারে না। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাবির ভিসি বাংলাদেশে জয় হিন্দ বলে স্লোগান দেয় অথচ সে এখন চাকুরিতে কিভাবে বহাল থাকে তা জাতি জানতে চায়। আজ বাংলাদেশের ভুখন্ড বিক্রির ষড়যন্ত্র করা হচ্ছে । কিন্তু আমরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কখন সফল হবে না।
ভারত কর্তৃক কাশ্মিরে অমানবিক নির্যাতন বন্ধ, দেশব্যাপি খুন গুম ধর্ষন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুর্নীতি, দুঃশাসন সন্ত্রাস ও মাদক মুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোলা সরকারী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় ইসলামী আন্দোলন ভোলা জেলা (উত্তরের) সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ জিএম রুহুল আমিন।
এ সময় আরো বক্তব্য আরও রাখেন ইসলামী আন্দোলন ভোলা সহ-সভাপতি মাও. মিজানুর রহমান, মাও. তাজউদ্দিন ফারুকি, সাধারন সম্পাদক মাও. আতাউর রহমান, মাও. ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন ভোলা সদর উপজেলা সভাপতি মুফতি আবুল হাসান কাশেমি, জেলা যুগ্ম সম্পাদক মাও. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, হাফেজ মাও. মোসলেহউদ্দিন প্রমুখ।
আরএম/