আওয়ার ইসলাম: পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর থেকে সীমান্ত অতিক্রম করে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে প্রবেশ করে তাদের সমর্থন বা সহযোগিতা না করতে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি দুই মাস ধরে অমানিবকভাবে অবরুদ্ধ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের দেখে তাদের সমকক্ষসঙ্গী আজাদ কাশ্মীদের যন্ত্রণা বুঝতে পারছি। কিন্তু কেউ যদি আজাদ কাশ্মীরের সীমান্ত অতিক্রম করে দুদর্শাগ্রস্থ ভারত অধিকৃত কাশ্মীরে মানবিক সহযোগিতা বা সমর্থন দিতে যান, তাহলে ভারত তাকে নিয়ে খেলবে।
তিনি লেখেন, ভারত দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তাদেরকে পাকিস্তান নিয়ন্ত্রিত ইসলামিক জঙ্গি তকমা লাগিয়ে দেয়ার চেষ্টা করবে। এতে ভারত জম্মু-কাশ্মীরিদের ওপর সহিংসতা নিপীড়ন ও সীমান্তে আক্রমণ বাড়িয়ে দেবে।
পাক প্রধানমন্ত্রীর এ টুইটকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কুটনৈতিক মহলে। ভারতীয় কূটনৈতিকদের দাবি, পাকিস্তানিদের সীমান্ত পার হতে মানা করে পরোক্ষে সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কথাই মেনে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে, পাকিস্তানীদের দাবি, তিনি কাশ্মীরিদের সীমান্ত অতিক্রম করতে বাধা দিয়ে ইমরান খান একজন সতর্কবান নেতার কাজ করেছেন। এর আগে শুক্রবার মোজাফ্ফরবাদ প্রশাসন ও পুলিশ প্রেসক্লাবে সর্ব সাধারাণদের সচেতন করতে আসেন, যাতে জনগণ নিজেদের নিরাপদ রাখতে সীমান্ত রেখা এড়িয়ে চলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার আজাদ কাশ্মীর থেকে মুজাফ্ফরবাদের উদ্দেশে হাজার মোটরসাইকেল নিয়ে কাশ্মীরিরা মিছিল বের করে। পরে স্বাধীনতার পক্ষে ডাক দিয়ে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের পক্ষ থেকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের প্রতি সংহতি জানানোর একদিন পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ওই টুইট করেন।
আরএম/