আওয়ার ইসলাম: সিরিয়ায় স্থল ও আকাশপথে অভিযানের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সিরিয়ার ফোরত নদীর পূর্বপ্রান্তে এ অভিযান হবে বলে জানান তিনি। দিন তারিখ ঠিক না হলেও খুব শিগগিরই অভিযান চালানো হবে বলে ঘোষণায় বলেন।
সিরিয়ার সীমান্তে শরণার্থীদের জন্য নিরাপদ অঞ্চলের বিষয়ে তিনি আর অপেক্ষা করবেন না তাই যে কোন সময় অভিযান চালানো যেতে পারে। শনিবার (৫ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন একে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বক্তব্যে তিনি একথা বলেন। খবর ডেইলি সাবাহর।
ফোরাত নদীর পূর্বপ্রান্তে নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সংকল্পবদ্ধ তুরস্ক। এ ব্যাপারে মধ্যস্ততাকারীদের সতর্কও করেছিল। এরদোগান জানান, অভিযানের প্রস্তুতি প্রায় শেষ, আমরা আমাদের প্রস্তুতি ঘুচিয়ে নিয়েছি।
প্রসঙ্গত, তুরস্কে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীরা যাতে নিজ দেশে ফেরত যেতে পারেন, সে কারণে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চাচ্ছে আঙ্কারা। ৪০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক।
সিরিয়ায় বিদ্রোহীদের বিষয়েই তুরস্ক কাজ করছে দাবি করে এরদোগান বলেন, সিরিয়ায় শুধু বিদ্রোহীদের নিয়েই আমরা কথা বলি। ইদলিব, মানবিজ ও ফুরাত নদীর পূর্বপ্রান্তে আমরা নিরাপদ অঞ্চল গড়ে তুলতে বদ্ধপরিকর।
পিওয়াইডি ও এর সশস্ত্র সংগঠন ওয়াইপিজির ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা সিরিয়ান কুর্দিদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি।
কারণ নিরপরাধ কুর্দিদের আমরা বিদ্রোহীদের সঙ্গে একপাল্লায় মাপতে চাই না।
আরএম/