আওয়ার ইসলাম: পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন, প্রথমবার পাকিস্তানের কোন সরকার দেশে মদিনা সনদ চালুর কথা বলেছেন; পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই, চাই বর্তমান সরকারই এটা চালু করুক অথবা অন্য কেউ এই সৌভাগ্য অর্জন করুক।
আজ রবিবার (৬ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে নুরুল হক কাদরি এ কথা বলেন। খবর স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি জং-এর।
সম্মেলনে নুরুল হক কাদরি বলেন, খতমে নবুওয়তের আকিদা গোটা উম্মাহর সম্মিলিত আকিদা। আর খতমে নবুওয়তের বরকত থেকেই পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক পরিমন্ডলে খতমে নবুওয়ত এবং নবী স. এর মহান বানীকে সামনে রেখে আওয়াজ তুলেছেন। জাতিসংঘের ভাষণেও তিনি কাশ্মীর ইস্যুতে কথা বলার সময় সম্মানিত বানীর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হাইলাইট করেছেন।
মন্ত্রী বলেন, দেশের মধ্যে কতিপয় ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশ এবং আইনের জন্য অমঙ্গলজনক।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/