শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নেত্রকোনায় ট্রলারডুবি, ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহিষখোলা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার সকালে নদী থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোশারফ হোসেন।

এর আগে শনিবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় গাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছিলেন। শনিবার সকালে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ধাতিয়াবাজার ওরফে এসপিবাজারে ব্যবসার কাজে যান। সন্ধ্যায় ট্রলারে বাড়ি ফেরার পথে উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও বাজারে মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় গাড়িঘাট এলাকায় এসে দুই ট্রলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার পানিতে ডুবে যায়।

ট্রলার থেকে সব আরোহী সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও ব্যবসায়ী মোশারফ তা পারেননি। অনেক খোঁজাখুঁজির পারও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই নদীর থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মুহা. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ মোশারফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে।

বিশরপাশা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আবু সায়েম বলেন, রাতেই দুটি ইঞ্জিনচালিত নৌকাকে উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ