আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহিষখোলা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার সকালে নদী থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোশারফ হোসেন।
এর আগে শনিবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় গাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছিলেন। শনিবার সকালে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ধাতিয়াবাজার ওরফে এসপিবাজারে ব্যবসার কাজে যান। সন্ধ্যায় ট্রলারে বাড়ি ফেরার পথে উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও বাজারে মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় গাড়িঘাট এলাকায় এসে দুই ট্রলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার পানিতে ডুবে যায়।
ট্রলার থেকে সব আরোহী সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও ব্যবসায়ী মোশারফ তা পারেননি। অনেক খোঁজাখুঁজির পারও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই নদীর থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মুহা. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ মোশারফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে।
বিশরপাশা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আবু সায়েম বলেন, রাতেই দুটি ইঞ্জিনচালিত নৌকাকে উদ্ধার করা হয়েছে।
-এএ