শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

তুর্কি থিংক ট্যাংকের প্রতিবেদন: ইউরোপজুড়ে ইসলামফোবিয়া বৃদ্ধি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঙ্কারা ভিত্তিক একটি থিংক ট্যাংক তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, ২০১৮ সালে ইউরোপ জুড়ে মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডেশন ফর পলিটিকাল, ইকোনমিক অ্যান্ড সোসাল রিসার্চ (সেটা) তাদের প্রকাশিত ইউরোপিয়ান ইসলামোফেবিয়া রিপোর্ট ২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জনসাধারণের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উগ্রবাদী মুসলিম বিরোধী আন্দোলনগুলোকে সমর্থন দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামবিদ্বেষী সন্ত্রাসবাদ এবং মুসলিম বিরোধী মনোভাব ইউরোপের মানবাধিকার, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আইনের শাসনে প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামবিরোধী মনোভাব শুধু মুসলমানদের জন্যই নয় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।

এক্ষেত্রে ইউরোপের গণমাধ্যমও এই বর্ণবাদ সৃষ্টিতে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপের মুসলিম কমিউনিটির ইতিবাচক সংবাদ গণমাধ্যমে খুবই কম।

প্রতিবেদনে আরও যোগ করা হয়, ইন্টারনেটের মাধ্যমে ইসলামবিদ্বেষী উপাদান বিপুলভাবে ছড়ানো হচ্ছে।

২০১৮ সালে জার্মানিতে ৬৭৮টি, ফ্রান্সে ৬৭৬টি এবং অস্ট্রিয়ায় ৫৪০টি ইসলামবিদ্বেষী ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদুলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ