আওয়ার ইসলাম: সরকারবিরোধী বিক্ষোভের আড়ালে ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানিকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করেছে দেশটির সুরক্ষা সংস্থা। রোববার (৬ অক্টোবর) ইরাকের গভর্নর নাজফ আশরাফের বরাত দিয়ে সিয়াসাত ডেইলি এ খবর দিয়েছে।
গভর্নরের মতে, আয়াতুল্লাহ সিস্তানিকে হত্যার ষড়যন্ত্রকারী সন্ত্রাসীরা রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে নাজাফ নগরীতে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
নাজফ আশরাফ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠির সদস্যরা নাজাফের ওল্ড সিটি এলাকায় একটি আস্তানা স্থাপন করেছিল, কিন্তু ইরাকি বাহিনীর সময়মতো ব্যবস্থা নেওয়ার পরে সন্ত্রাসবাদের পুরো ঘাটি ধ্বংস হয়ে যায়।
প্রসঙ্গত, সম্প্রতি আম্মানে অবস্থিত জর্ডানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য রয়েল ইসলামিক স্ট্যাটিজিক স্টাডিজ সেন্টার’ কর্তৃক প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হানড্রেড মোস্ট ইনফ্লুনসিয়াল মুসলিমস’ অর্থাৎ সারাবিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ইরানের শিয়া বিপ্লবী নেতা সাইয়েদ আলী হুসাইন সিস্তানি। ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালেও তিনি সপ্তম স্থানে ছিলেন। তবে ২০১৬ সেরা দশের বাইরে ছিলেন। ৮৬ বছর বয়সী এ ব্যক্তিত্ব শিক্ষাজ্ঞান ও বংশক্রমের বিবেচনায় এবারো শীর্ষ তালিকায় স্থান পেয়েছেন।
উল্লেখ্য,ইরাকে টানা কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে নিহতের সংখ্যা ৭২-এ পৌঁছেছে বলে দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। কিন্তু ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। এদিকে ইরাকে বিক্ষোভে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।
সূত্র: সিয়াসাত ডেইলি
আরএম/