শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

'আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মাওলানা ফজলুর রহমান সম্পর্কে বলেছিলেন, ‘মাওলানা তার ডুবে যাওয়া রাজনীতি ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন। তার অভিপ্রায় সফল করতে তিনি মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহার করছেন। তিনি মাদরাসা শিক্ষা সংস্কারের বিপক্ষে বলছেন, কারণ মাদরাসায় সংস্কার আসলে তিনি ছাত্রদের আর ব্যবহার করতে পারবেন না। ’

ইমরান খানের এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রোববার (৬ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ফ্রিডম মার্চ কনভেনশননে ইত্তেহাদে মজলিসে আমেলার এ নেতা এ কথা বলেন।  খবর জিও টিভি উর্দুর।

অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা কাশ্মীরের পক্ষে লড়াই করছি কিন্তু বক্তব্য শুনে আনন্দিত হওয়া লোকেরা ইউ-টার্নের বিশেষজ্ঞ।

কনভেনশনে ইমরান খানকে উদ্দেশ্য করে মাওলানা ফজলুর রহমান বলেন, যারা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় আনার চেষ্টা করছে তারা আগে ইসলামের মূলধারায় ফিরে আসুক। আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

জমিয়ত প্রধান ২৭ অক্টোবরের আজাদী মার্চ প্রসঙ্গে বলেন,  ২৭ তারিখে সারাদেশের মানুষ ইসলামাবাদের বিরুদ্ধে লংমার্চে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, ইমরান খানকে অযোগ্য প্রধানমন্ত্রী ঘোষণা করে পাকিস্তানে সরকার উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে ‘আজাদি মার্চ’ শুরু করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। এ আন্দোলনে জমিয়তকে  পিপিপি ও পিএমএল-এনসহ কয়েকটি বিরোধী দলও সমর্থন দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ