আওয়ার ইসলাম: ইমরান খানের অযোগ্য সরকারকে উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে 'আজাদি মার্চ' শুরু করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান। গত বৃহস্পতিবার সংগঠনটির প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘোষণা দেন। এ আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমানকে পিপিপি ও পিএমএল-এনসহ কয়েকটি বিরোধী দলও সমর্থন দিচ্ছে।
এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর তার ডুবে যাওয়া রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নির্দেশে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারের বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে পারবে না।
গতকাল ইসলামাবাদে সরকার ও তার দলের মুখপাত্রদের বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ইমরান এসব কথা বলেছেন। খবর এআরওয়াই নিউজ-এর।
প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, মাওলানা ফজলুরে রহমান মাদরাসার নিষ্পাপ শিশুদের সরকারের বিরুদ্ধে ব্যবহার করছেন। কিন্তু তার বোঝা উচিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকারের জয় হয়েছে। তিনি ধর্মকে পুঁজি করে সরকারের কোনো ক্ষতি করতে পারবেন না।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সরকার বিশ্বাস করে ধর্মীয় শিক্ষার্থীরা আমাদের সন্তান, কিন্তু তারা ফজলুর রহমানের মতো লোকের কারণে ভুলপথে পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, পিপিপি ও পিএমএল-এন ইসলামাবাদ অচলাবস্থায় সরাসরি অংশ নিচ্ছে না কারণ এ সরকারবিরোধী কর্মসূচি ব্যর্থ হলে এর দায় তাদের ওপর পড়বে না। পুরো দায় জমিয়তে উলামায়ে ইসলামমের ওপর তা বর্তাবে।
তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান পিপিপি ও পিএমএল-এন উভয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা আবদুল হাফিজ শাইখ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বৈঠকে ব্রিফ করেন।
বৈঠকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের প্রতিবাদ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে এআরওয়াই নিউজ জানিয়েছে।
আরএম/