আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়তের জয়েন্ট সেক্রেটারি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, কাদিয়ানীরা অমুসলিম। তারা শেষ নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানে না, তাই তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। বর্তমানে আবার সারাদেশে কাদিয়ানীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে। ইনশাআল্লাহ্ সাভার হবে কাদিয়ানী বিরুধী আন্দোলনের ঘাটি।
আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা ৭ নং জোন কমিটি গঠন উপলক্ষে শনিবার ৯৫ অক্টোবর) সকাল ০৮ টায় সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামীয়া দারুল উলূম মাদরাসা অফিসে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় সাভার, আশুলিয়া, ধামরাই (ঢাকা ৭নং জোনে) এ সাভার ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদেক হক্বানীকে আহবায়ক এবং সাভার ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আলী আযমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী সুলতান মাহমুদ- খতিব জাতীয় অন্ধ সংস্থা জামে মসজিদ , মুফতী আলী আকরাম- প্রিন্সিপাল জামিয়াতুল আকবার মাদরাস , মুফতী মাহবুবুর রহমান গুলজার- মুহাদ্দিস জামিয়া ইসলামীয়া সাভার, মুফতী কাউসার হুসাইন- যুগ্ম সচিব সাভার ওলামা পরিষদ, মুফতী মাহফুজ হায়দার- প্রিন্সিপাল জামিয়া ইসলামীয়া সাভার, মাওলানা আফসার মাহমুদ-ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিস জামিয়া ইসলামীয়া দারুল উলূম, মুফতী রফিকুল ইসলাম- খতীব ব্যাংক টাউন জামে মসজিদ, মুফতী বাহাউদ্দীন- প্রিন্সিপাল চারাবাগ মাদরাসা, মুফতী আশরাফ- সভাপতি ধামরাই ইমাম পরিষদ, মুফতী আঃ জলিল- সেক্রেটারি ধামরাই ইমাম পরিষদ, মাওলানা আঃ ওয়াহ্হাব প্রিন্সিপাল আনন্দপুর মাদরাসা, মাওলানা এরশাদুল্লাহ- প্রিন্সিপাল আয়েশা সিদ্দিক্বা মহিলা মাদরাসা, মাওলানা হুমায়ুন- খতীব কাঠগড়া জামে মসজিদ এবং মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
আরএম/