শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

আমি যদি গ্রেপ্তার হই, তবে পরিস্থিতি আরো খারাপ হবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমার গ্রেপ্তারের ভয় নেই, আমি যদি গ্রেপ্তার হই, তবে পরিস্থিতি আরো খারাপ হবে। আসিফ জারদারি আমাদের সাথে আছেন, হতাশার কিছু নেই। সরকার মাদরাসা ইস্যু উত্থাপন করে বৈশ্বিক সমর্থন চাইছে। আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতায় আর অবৈধ সরকার চাই না।

গতকাল গণমাধ্যমের সাথে আলাপকালে জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেছেন। খবর উর্দু পয়েন্টের।

তিনি বলেন, পুরো দেশ যুদ্ধক্ষেত্র। আমাদের প্রথম আন্দোলনের স্থান হবে ইসলামাবাদে। আমাদের আন্দোলন ও এ যুদ্ধ চলছে চলবে। সরকার পতনেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে।

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে আমরা কৌশল পরিবর্তন করতে থাকব। প্ল্যান বি এবং প্ল্যান সি পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের ব্যবস্থা করেছি।

মাওলানা বলেন, দেশ এখন অর্থনৈতিকভাবে ডুবে যাচ্ছে, কর্মসংস্থানের সকল সুযোগ হারাচ্ছে জনগণ। আমাদের সাধারণ মানুষ ও পাকিস্তানের কণ্ঠ হতে হবে। হুমকির মুখে কূটনৈতিক ব্যর্থতা। এ মুহূর্তে সরকার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। দেশে নতুন করে নির্বাচন করা উচিত। বৈধ সরকার গঠন করা উচিত।

জমিয়ত প্রধান বলেন, বকেয়া শুল্কের কারণে ব্যবসায়ী সম্প্রদায় ধর্মঘট ডাকছে।  সরকারের দরিদ্র নীতিমালায় দরিদ্ররা আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশে কোনো বৈধ সরকার নেই। আমরা নতুন নির্বাচনের ডাক দেব, সারা দেশ থেকে মানুষের বন্যা শুরু হয়ে গেছে।

উর্দু পয়েন্টে অবলম্বনে আবদুল্লাহ তামিম

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ