আওয়ার ইসলাম: আফগানিস্তানে শান্তি ফেরাতে আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে সরাসরি সংলাপে বসার আহ্বান জানান সৌদি আরবে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিম। তিনি মনে করেন, সৌদি আরবের মক্কায় তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি বিষয়ক চুক্তি চূড়ান্ত হওয়া উচিত।
শনিবার সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে জালাল করিম এ কথা বলেছেন। খবর ডেইলি জং-এর।
তিনি বলেছেন, কাতারে আয়োজিত তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার সঙ্গে আফগান সরকারের কোন যোগসূত্র নেই, যতক্ষণ না আফগান সরকার এই চুক্তির পক্ষে না আসবে ততক্ষণ আলোচনায় কোনও লাভ হবে না।
রিয়াদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত বলেছেন, আফগান সরকার চাইছে, সৌদি আরব পুনর্মিলন প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করবে। আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির নির্দেশে এই আলোচনা চূড়ান্ত করা উচিত এবং মক্কায় সরকার ও তালেবানদের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা উচিত।
এদিকে, গত সপ্তাহে তালেবান নেতাদের নিয়ে পাকিস্তানের নেতারা আফগানিস্তানের শান্তি ইস্যুতে আলোচনা করেন। কিন্তু এতে জড়িত করা হয়নি আফগানিস্তানকে। তাই আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির মুখপাত্র ছেদিক ছেদিকী পাকিস্তানের সমালোচনা করে বলেন, আমরা জানি না কেন তালেবান-পাকিস্তান এসব আলোচনা হচ্ছে। আফগানিস্তানে মূল প্রয়োজন হলো শান্তি স্থাপন। এক্ষেত্রে তালেবানদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে বৈঠক করে আফগানিস্তান সরকারের বিরুদ্ধে সহিংসতাকে বাড়িয়ে দেয়া হচ্ছে।
সূত্র: ডেইলি জং উর্দু
আরএম/