শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

আফগান সরকার ও তালেবানদের মধ্যে সরাসরি সংলাপের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে শান্তি ফেরাতে আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে সরাসরি সংলাপে বসার আহ্বান জানান সৌদি আরবে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিম। তিনি মনে করেন, সৌদি আরবের মক্কায় তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি বিষয়ক চুক্তি চূড়ান্ত হওয়া উচিত।

শনিবার সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে জালাল করিম এ কথা বলেছেন। খবর ডেইলি জং-এর।

তিনি বলেছেন, কাতারে আয়োজিত তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার সঙ্গে আফগান সরকারের কোন যোগসূত্র নেই, যতক্ষণ না আফগান সরকার এই চুক্তির পক্ষে না আসবে ততক্ষণ আলোচনায় কোনও লাভ হবে না।

রিয়াদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত বলেছেন, আফগান সরকার চাইছে, সৌদি আরব পুনর্মিলন প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করবে। আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির নির্দেশে এই আলোচনা চূড়ান্ত করা উচিত এবং মক্কায় সরকার ও তালেবানদের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা উচিত।

এদিকে, গত সপ্তাহে তালেবান নেতাদের নিয়ে পাকিস্তানের নেতারা আফগানিস্তানের শান্তি ইস্যুতে আলোচনা করেন। কিন্তু এতে জড়িত করা হয়নি আফগানিস্তানকে। তাই আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির মুখপাত্র ছেদিক ছেদিকী পাকিস্তানের সমালোচনা করে বলেন, আমরা জানি না কেন তালেবান-পাকিস্তান এসব আলোচনা হচ্ছে। আফগানিস্তানে মূল প্রয়োজন হলো শান্তি স্থাপন। এক্ষেত্রে তালেবানদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে বৈঠক করে আফগানিস্তান সরকারের বিরুদ্ধে সহিংসতাকে বাড়িয়ে দেয়া হচ্ছে।

সূত্র: ডেইলি জং উর্দু

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ