শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১৮৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রপ্তানি বন্ধের ঘোষণার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে মহদিপুর স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ আসতে শুরু করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২ টার পর থেকে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত মোট ১৮৯ গাড়ি পেঁয়াজ বাংলাদেশে ঢোকে।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতীয় ১৮৯টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে স্থলবন্দরে। সারা দিনে ২০০ পেঁয়াজের ট্রাক পাঠানোর কথা ছিল ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টদের। ভারতের মহদিপুরে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মেসবাহুল হক জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরপরই ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। এতে ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েকশ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পড়ে। কয়েকদিন অপেক্ষায় থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার থেকে সেসব পেঁয়াজ আসা শুরু হয়েছে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত পেঁয়াজের এলসি করা সব ট্রাক চলতি মাসের ২৮ তারিখের মধ্যে বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে ভারতীয় রপ্তানিকারকরা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ