শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

বিজেপির মুখে গান্ধী, অন্তরে নথুরাম গডসে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা সদস্য ও এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি মুখে মহাত্মা গান্ধীর নাম নিলেও তাদের অন্তরে নথুরাম গডসে।

মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন নথুরাম। তার মতে, গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করতেন।

কাজেই এ খুনিকে নিজেদের নায়ক মনে করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলে জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এ নেতা।

ওয়াইসি দাবি করেন, আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আর বর্তমান বিজেপি সরকার মুখে তার নাম নিলেও অন্তরে নথুরাম গডসেই রয়েছে।

হায়দরাবাদের এ এমপি বলেন, বিজেপি গান্ধীর নামে দোকান চালাচ্ছে। তারা সারাদেশে গান্ধীজির নামে ধাপ্পাবাজি চালাচ্ছে।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। এতে আওরঙ্গবাদে নিজ দলের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ওয়াইসি।

এ সময় তিনি বলেন, গত মে মাসে আওরঙ্গবাদে তার দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। কারণ স্থানীয় মুসলমান, দলিত, হিন্দু ও বৌদ্ধ, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন, তারা তাকে সমর্থন করছেন।

বিজেপিকে সমালোচনা করে তিনি আরও বলেন, নথুরাম গডসে তিনটি বুলেট দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। কিন্তু এখানে এখন নিয়মিত লোকজন নিহত হচ্ছেন।

সূত্র: -খবর এনডিটিভি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ