আওয়ার ইসলাম: ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুদিনে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮শ' ৫০ জন।
বুধবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিবিরোধী বিক্ষোভে হতাহতের এ ঘটনা ঘটে। গেলো দু'দিন ধরে দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে বেকারত্ব, দুর্নীতি নিরসনে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে নামে সাধারণ মানুষ।
বিক্ষোভের কারণে অচল হয়ে পড়ে রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাসসিরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হওয়ায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।
এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শহরে কারফিউ জারি করা হয়েছে।
এর আগ পর্যন্ত রাজধানী বাগদাদসহ দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় সাতজন নিহত ও কয়েক শত লোক আহত হয়েছিল। সহিংসতা ছড়িয়ে পড়ার পর বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় তিনটি শহরে কারফিউ জারি করে সরকার। গতকাল ভোরে কারফিউ শুরু হওয়ার পর বাগদাদের কেন্দ্রীয় এলাকায় সৈন্যরা টহল শুরু করে।
সূত্র : রয়টার্স।
আরএম/