আওয়ার ইসলাম: তালেবানরা ইসলামাবাদে পৌঁছার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জিও নিউজ জানিয়েছে, তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন দলটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি ব্রাদার।
প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের শান্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা এখন দেশটির মূল বিষয়।
তিনি আশ্বাসও দিয়েছেন ইসলামাবাদ আফগানিস্তানের শান্তির জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।এ প্রতিনিধি দলটি শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছে।
এর আগের দিন, ১২ সদস্যের তালেবান প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিসে বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আফগানিস্তানের যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে কুরেশীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘আফগানিস্তানে টেকসই, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ সুগম করার জন্য এই আলোচনা পুনরায় শুরু করতে ইসলামাবাদ সবধরণের সহায়তা করবে।
বিবৃতিতে পাকিস্তান জানায়, যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাই একমাত্র ও ইতিবাচক সমাধান।
দ্য নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি