আওয়ার ইসলাম: কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে পেঁয়াজ বিক্রি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
আজ বুধবার সকালে বাজার পরিদর্শনে বের হন মেয়র সাঈদ খোকন। দেশের অন্যান্য জায়গার মতো ঢাকাতেও অভিযানের সময় কিছু সময়ের জন্য কমে যায় পেঁয়াজের দাম। ১১০ টাকায় বিক্রি করা পেঁয়াজের দাম কমে আসে ৯০ টাকায়।
বাজার পরিদর্শন শেষে মেয়র বলেন, পেঁয়াজ ছাড়া সব পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তবে বিক্রেতারা বলছেন শুধু পেঁয়াজ নয়, বেড়েছে আদা রসুন ও গুড়া দুধের দামও।
সব পণ্যের দাম স্থিতিশীল রাখতে পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও নজরদারি করবে সরকার।
-এটি