আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ও ২৩ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, আজকের সমাজে সৎ, দক্ষ ও আদর্শ নেতৃত্বের খুবই সংকট। এ কারণে আজ সর্বত্র দুর্নীতি। এই দুর্নীতির শিকড় যত দিন পর্যন্ত উপড়ে না ফেলা হবে ততদিন পর্যন্ত আমাদের জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়।
২৭ সেপ্টেম্বর খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বার্ষিক শূরা অধিবেশনে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, খেলাফত মজলিসের প্রতিটি দায়িত্বশীল এবং কর্মীকে স্বচ্ছতার সাথে সংগঠনের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। একনিষ্ঠতার সাথে ও নিরলসভাবে দেশ জাতি ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।
শাখা সভাপিত অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর ভাসা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. এন ইসলাস খাঁন, সিলেট বিভাগীয় ইনচার্জ ডা. আবু হাসীন, জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আলী, মহানগর শাখার সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা শাহ আশিকুর রহমান, মুহাম্মদ একরামুল হক, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রু ইসলাম, মহানগর শ্রমিক মজলিস সভাপতি মুহাম্মদ যুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাসুদ আহমদ, সহ প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন প্রমুখ।
আরএম/