শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগের সংস্কার চাইলেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বৃহত্তরভাবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগেরও সংস্কার চেয়েছেন তিনি।

ইরানের সঙ্গে বিশ্বের সকল দেশের বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও সমালোচনা করেন মাহাথির।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেওয়া ভাষণে ৯৪ বছর বয়সী এ নেতা একতরফা অবরোধ আরোপের বিরোধিতা করেন।

মাহাথির বলেন, ‘কোন আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় আমরা তা জানি না। এক্ষেত্রে বিশ্বের ধনী ও ক্ষমতাধর দেশগুলোকে বেশি সুবিধা নিতে দেখা যায়।’

তিনি বলেন, ‘এতে প্রকৃত অবস্থা দাঁড়ায় যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে অন্যান্য দেশ যথারীতি তা কার্যকর করে। এক্ষেত্রে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মালয়েশিয়া ও আরও অনেক দেশ একটি বিশাল বাজার হারালো।’

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ক্রমবর্ধমান হারে নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে কোনো দেশ তেল ক্রয় করলে তাদেরকে শাস্তির হুমকি দিচ্ছেন।

ইরানের আঞ্চলিক প্রভাবের লাগাম টেনে ধরার প্রচেষ্টায় ট্রাম্প বহুপাক্ষিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন।

এসময় পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না হলেও ভেটো ক্ষমতা প্রয়োগে পরিবর্তন আনার সময়ে এসেছে মন্তব্য করে জাতিসংঘকে বৈশ্বিক শান্তি স্থাপনে তার প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানান মাহাথির।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে দুটি ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য দেশের সঙ্গে যদি আরও তিনটি সাধারণ সদস্য দেশ একমত হয়, তাহলে ভেটো কার্যকর হওয়া উচিত। এতে ভেটোর অপপ্রয়োগ কমে আসবে।

মাহাথির আরও বলেন, ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য দেশগুলোর এটা মনে করা উচিত নয় যে, তারা আন্তর্জাতিক আইন এবং নীতি-আদর্শের ঊর্ধ্বে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ