শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

'উম্মাহর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মাদরাসা ছাত্রদেরই এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আয়োজনে ‘স্পটভিত্তিক কওমী মাদরাসা প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯ টা হতে আইএসসিএ চট্টগ্রাম মহানগর অডিটোরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কওমি মাদরাসা ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে। তাই আসুন আমরা হৃদয়কে বড় করি। সংকীর্ণ অন্তরের মানুষ দিয়ে দুনিয়াতে মহৎ কোন কাজ হয় না।

তিনি আরও বলেন, কওমি ছাত্রদেরকে চিন্তার দিগন্ত প্রসারিত করতে হবে। মুসলমান ও উম্মতে মুহাম্মদী সা. পরিচয় দিতে যেন আমরা গর্ববোধ করতে পারি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি রিদওয়ানুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ নূরুল করীম আকরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদ সগীর আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, আলমগীর হোসাইন মাহমুদ ও জামিয়া বায়তুল করীমের শিক্ষা পরিচালক, মাওলানা আব্দুর রহীম।

আরও উপস্থিত ছিলেন- ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, মিশকাতুল ইসলাম; হাটহাজারী সাংগঠনিক জেলা সাবেক সভাপতি, আমীরুল ইসলাম; হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি, মুহাম্মদ খলিল; পটিয়া সাংগঠনিক জেলা সভাপতি, আব্দুল্লাহ আল-মারুফ; কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, মোরশেদ কারিমী; চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক, হাবিবউল্লাহ মিছবাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দীন; প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ তানভীর হোসাইন; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ জিল্লুর রহমান; অর্থ সম্পাদক মুহাম্মাদ ওয়াহিদুর রহমান; কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ইকবাল হোসাইন, কলেজ সম্পাদক মুহাম্মাদ জয়নাল আবেদিন, স্কুল বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান রবিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ।

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও কক্সবাজার জেলা আওতাধীন বিভিন্ন কওমী মাদরাসা এবং হাটহাজারী সাংগঠনিক জেলা ও পটিয়া সাংগঠনিক জেলার প্রতিনিধি ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ