আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননা ও উগ্রবাদ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর পূর্ণ ধারণা নেই এবং কিছুদিন পরপরই তারা রাসূলের সা. অবমাননা করে থাকে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাকিস্তান-তুরস্ক যৌথ আয়োজিত ‘ঘৃণাচর্চা’ বিষয়ক একটি সেমিনারে উগ্রবাদ ও আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে এ কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে অবহেলিত ও নির্যাতিত শ্রেণির মানুষই বেশীরভাগ আত্মঘাতী হামলা চালিয়েছে। ৯/১১’র আগে ৭৫ ভাগ আত্মঘাতী হামলা চালিয়েছিল তামিল টাইগাররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানীরা মার্কিন বিমানে আত্মঘাতী হামলা চালিয়েছিল। এসব হামলা কোনো ধর্মীয় উদ্দেশে ছিল না। কারণ বিশ্বের কোনো ধর্মই আত্মঘাতী হামলার অনুমতি দেয় না।
বিশ্বের অধিকাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতি ও রাজনৈতিক দৃর্বৃত্ততা সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে।
আরএম/