শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


জুমার দিনেও সিসির পদত্যাগের দাবিতে মিসরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অপসারণের দাবিতে এ শুক্রবারেও বিক্ষোভের ডাক এসেছে।

গত শুক্রবার রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় সিসির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ নিয়ে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এ সপ্তাহে আবার শুক্রবারেই একই ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে মিসরীয়রা। খবর আল-জাজিরার।

২০১৩ সালে ক্ষমতা দখলের পর থেকেই মিসরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। দীর্ঘদিন পর গত শুক্রবার হঠাৎ বিক্ষোভে ফেটে পড়েন মিসরীয়রা।

শুক্রবার রাতে শুরু হওয়া ওই বিক্ষোভ শনিবার পর্যন্ত অব্যাহত থাকে। সিসির অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে সিসির অপসারণের দাবিতে চলা বিক্ষোভ থেকে আটকের সংখ্যা বেড়ে চলছে। দেশটিতে এখন টার্গেট করা হয়েছে সিসি বিরোধী রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে অন্তত ১ হাজার ৯০০ জন।

মানবাধিকার বিষয়ক একটি সংস্থার প্রধান জামাল ঈদ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার থেকে বুধবারের মধ্যে এতগুলো মানুষকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ