আওয়ার ইসলাম: চীনের মুসলমানদের অধিকারের বিষয় বাদ দিয়ে শুধু কাশ্মীরের মুসলমানদের নিয়ে সরব থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তিরস্কার করেছেন এলিস ওয়েলস নামে মার্কিন এক শীর্ষ কর্মকর্তা।
এলিস বলেন, কাশ্মীর বিষয়ে ইমরান এত উদ্বেগ প্রকাশ করেছেন অথচ চীন নিয়ে তিনি নীরব। আমি একই রকমের সচেতনতা দেখতে চাই পশ্চিম চীনে আটক মুসলমানদের ব্যাপারেও। তাদের সেখানে একরকম বন্দী করে রাখা হয়েছে।
চীনে আটক মুসলমানদের সম্পর্কে ইমরানের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে নিয়োজিত মার্কিন সহকারী সচিব এলিস ওয়েলস বলেন, ইমরানের কাশ্মীর নিয়ে মন্তব্য কাজের নয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও কম হওয়া কাম্য।
এ মার্কিন কর্মকর্তা আরও বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত যদি হয়ে থাকলে তা আরও বেশি পরিমাণে লঙ্ঘিত হচ্ছে চীনে অবরুদ্ধ তুর্কিভাষী মুসলমানদের ক্ষেত্রে। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রশাসন চেষ্টা করছে সে বিষয়ে আলোকপাত করতে।
এলিস অভিযোগ তোলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী উইঘুরদের প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। কারণ, পাকিস্তানের সঙ্গে চীনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তারা ব্যক্তিগতভাবে কেবল কথা বলতে চান। সবাইকে নিয়ে কথা বলতে নারাজ।
এর আগে জাতিসংঘের সাধারণ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার চীনে উইঘুর মুসলমানদের অবরুদ্ধ থাকার বিষয়টি তুলে ধরতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয়। দ্রুত এই পরিস্থিতি বদলানোর আবেদন জানানো হয় সেই অনুষ্ঠানে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানাভাবে আক্রমণ করেন চীনকে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কূটনীতিক জন সুলেভান বলেন, চীনকে থামতে বলার জন্য আমরাই আন্তর্জাতিক সম্প্রদায়ের একমাত্র সদস্য হতে চাই না।
-এএ