আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি ও সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ক্ষমতাসীন সরকারকে ক্যাসিনো সরকার আখ্যা দিয়ে বলেছেন, সরকার ক্ষমতায় থাকার অধিকার অধিকার হারিয়েছে। সরকারের ছত্রছায়ায় ক্যাসিনো সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে।
আজ বিকালে পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মজলিসে আমেলার বিশেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাসিনোকে সরকারের মহাদূর্নীতির ক্ষুদ্র একটি নমুনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার আপদমস্তক দূর্নীতির সাগরে ডুবন্ত। নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিলেই কেবল সরকারের আসল চেহারা প্রকাশ পাবে।
প্রশাসনের সাম্প্রতিক অভিযানে গ্রেফতাকৃতদেরকে চুনুপুটি উল্লেখ করে মুফতি ওয়াক্কাস বলেন, লোক দেখানো নয় বরং দূর্নীতি বিরোধি প্রকৃত অভিযান হলে সরকারের এমপি-মন্ত্রী কেউই রেহাই পাবেন না।
অন্যান্য নেতারা বলেন, ক্যাসিনো সংস্কৃতিসহ সকল দূর্নীতির বিরুদ্ধে শুধু বক্তব্য বিবৃতি নয় প্রয়োজনে জীবনের বিনিময়ে রুখে দাঁড়াতে হবে। তারা দেশের জনগণকে দুর্নীতি ও দুঃসাশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
জমিয়ত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমানের সঞ্চালনায় মজলিসে আমেলায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী,সহ-সভাপতি মুফতি মাওলানা গোলাম রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, সহ-সভাপতি মাওলানা সৈয়দ মাওলানা মাসউদ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব, আবদুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল হক কাওসারী, যুগ্ম মহাসচিব মাওলানা অলি উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, সহকারী মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, সহকারীর মহাসচিব মাওলানা নাসির উদ্দিন খুলনা, সহকারী মহাসচিব মাওলানা মনির আহমদ নদীম , সহকারী মহাসচিব রশীদ আহমদ, সহকারী মহাসচিব মুফতি জকির হোসেন খান , সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, সহ সাংগঠনিক আব্দুর রাজ্জাক, সাহিত্য সম্পাদক ডা সৈয়দ রেজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আতাউর রহমান খান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র বিষয়কক সম্পাদক তোফায়েল গাজালী, নির্বাহী সদস্য যথাক্রমে আব্দুল কশেম চট্টগ্রাম, মাওলানা মাহমুদুল হাসান কুমিল্লা, মুফতি আলতাফুর রহমান , মাওলানা সাইফুল্ল সাতক্ষীরা,মাওলানা আবদুল্লাহ আল মামুন মহল্লী, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।- বিজ্ঞপ্তি
আরএম/