শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামিক গার্লস স্কুলের মেয়েদের আচরণে মুগ্ধ হয়ে অমুসলিম দোকানীর চিঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইংল্যান্ডের ম্যানচেস্টার `ইসলামিক হাই স্কুল ফর গার্লস' স্থানীয় একটি দোকানের অমুসলিম ম্যানেজারের বার্তা পেয়েছে। ইমেইল বার্তায় তিনি ইসলামি স্কুলটির শিক্ষার্থীদের আচরণের প্রশংসা করেন। আশ্চর্য হোন তাদের আদর্শ ও অমায়িক আচরণে। বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য তুলে ধরা হয়।

ওই ম্যানেজার ইমেইলে লিখেন, ‘আমার নাম রিডেক্ট। আমি কো-ওপ বিচ রোডের একটি দোকানের ম্যানেজার। আমাদের দোকানটি আপনাদের স্কুল থেকে কয়েক মিনিট দূরে রয়েছে। আমি আপনাদের স্কুলের ছাত্রীদের সম্পর্কে আপনাদের আনন্দের একটি সংবাদ দিতে চাই। প্রতিদিন সকালে আমার দোকানে আপনাদের শিক্ষার্থী আসে।’

তিনি লিখেন, এই শিক্ষার্থীরা অনেক সুন্দর করে কথা বলে। তাদের আদর্শ কত সুন্দর আমি অভিভূত হই। এ স্কুল সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের অনেক মূল্যবান আদর্শ শিক্ষা দিচ্ছে। আমি তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আসলেই তারা একটি সত্য ধর্মের অনুসন্ধান করেছে। শিক্ষা দিচ্ছে সুুন্দর একটি আদর্শ।

স্কুলটি এ ইমেইল পেয়ে অত্যন্ত খুশি হয়েছে, তারা লিখে “আমরা আজ আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে একটি সুন্দর ইমেল পেয়েছি। আমরা তাদের নিয়ে গর্ব করি।

স্কুলটির প্রধান শিক্ষক মোনা মোহাম্মদ ইলমফিডকে বলেন, একজন মুসলিম হিসেবে একটি সন্তানকে যতটুকু দেয়া দরকার আমরা চেষ্টা করি ততটুকু দিতে।

তিনি আরও যোগ করেছেন, আমরা চাই আমাদের সন্তানদের আদর্শ একজন সুন্দর ব্রিটিশ নাগরিক হতে অনুপ্রাণিত করে। আর তখনই মানুষ বুঝতে পারবে ইসলামের সৌন্দর্য কতটা মহান।

সূত্র:  ইলমফিড ডটকম

-এটি/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ