আওয়ার ইসলাম: ইসরায়েলে গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুভেন রিভলিন। তিনি জানান, এ মুহূর্তে সরকার গঠনের ক্ষেত্রে নেতানিয়াহুই এগিয়ে রয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের সঙ্গে যৌথ বৈঠকের পর নেতানিয়াহুকে সরকার গঠনের এই আহ্বান জানান প্রেসিডেন্ট রিভলিন।
ইসরোয়েলের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হচ্ছে লিকুদ পার্টির প্রধান ৬৯ বছর বয়সী নেতা নেতানিয়াহু। এবার সরকার গঠনের জন্য মোট ২৮ দিন সময় পাচ্ছেন তিনি। প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে আরো দু সপ্তাহ সময় বাড়িয়ে নিতে পারবেন। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তখন সরকার গঠনের সুযোগ পাবেন ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা গান্টজ।
গতকাল (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়, প্রেসিডেন্ট রিভলিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলছেন, স্যার, আমি আপনাকে সরকার গঠনের সুযোগ দিলাম।
জবাবে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট, আমি যদি সরকার গঠনে ব্যর্থ হই তাহলে আমি আপনার ম্যান্ডেট ফিরিয়ে দেব। এরপর ইশ্বর ও ইসরায়েলের জনগণের স্বার্থে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে আপনাকে সাহায্য করবো।
১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১ আসন পাওয়ার বাধ্যবাধকতা থাকায় কোনো দলই এককভাবে সরকার গঠনের অবস্থায় নেই। ইসরায়েলের নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর রোববার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছে প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে নেতানিয়াহু ও গান্টজ, দুইজনই সরকার পরিচালনার মতো জোট গঠনের উদ্যোগে উভয়কে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন।
১৩টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকা আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট জানায়, তারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চায়। এমন বাস্তবতায় জোট গঠনে সমর্থকদের সঙ্গে নিয়ে গান্তজের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ৫৭তে। সে সময় পর্যন্ত নেতানিয়াহু নিজ দলের বাইরের সমর্থনসহ ৫৫ আসন নিশ্চিত করতে সমর্থ হন।
পরে আরব জোটের একটি দল গান্টজকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। বালাড নামের ওই দলের আসন সংখ্যা ৩। ওই ৩ আসন কমে যাওয়ায় এখন গান্টজের হাতে রয়েছে ৫৪ আসন। জোট সরকার গঠনের প্রক্রিয়ায় নেতানিয়াহুর থেকে এখন একটি আসন পিছিয়ে রয়েছেন তিনি।
তাই নেতানিয়াহুকেই সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।
-এএ