আওয়ার ইসলাম: স্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কাতার ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ পরীক্ষা।
কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে প্রাথমিক বাছাই কমিটির সদস্য মাওলানা ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তার বাংলাদেশ সফর মুলতবি রাখতে। তবে সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি।
এর আগে ঘোষণা করা হয়েছিল, চলতি বছর বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ ইমাম নিয়োগ দেওয়া হবে। তার জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথমদিকে।
কিন্তু সেই প্রক্রিয়া থেমে গেলো পরীক্ষা মুলতবি করার কারণে। পরীক্ষা মুলতবির খবরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকা আলেম-হাফেজদের মাঝে এক ধরনের হতাশা নেতে এসেছে।
-এএ