আওয়ার ইসলাম: রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গাদের জন্য জমি বরাদ্দের অনুরোধ জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গ বিষয়ে এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি এ অনুরোধ জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। খবর ডেইলি সাবাহ-এর।
মেভলুত চাভুসওগ্লু বলেন, রোহিঙ্গা সঙ্কট বিশ্বের অন্যতম বৃহত্তর ট্র্যাজেডি এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী মোকাবেলায় বাংলাদেশের ভূমিকায় তুরস্ক অত্যন্ত প্রশংসা করে।
তিনি বলেন, আমরা তুরস্কে সিরিয়ান শরণার্থীদের জন্য যেভাবে জমি বরাদ্দ করেছি, বাংলাদেশকেও অনুরোধ করছি, তারা রোহিঙ্গাদের জন্য জমি বরাদ্দ করবে।
এদিকে, প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে চার দফা প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।
সূত্র: ডেইলি সাবাহ
আরএম/