বেলায়েত হুসাইন: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতাকালে কাশ্মীরের পক্ষে সমর্থন ব্যক্ত করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে ইমরান খান তুর্কী প্রেসিডেন্টের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।
এরদোগানের প্রতি আপ্লুত হয়ে পাক-প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর সামনে কাশ্মীর-সংকট তুলে ধরায় এবং কাশ্মীরের প্রতি সমর্থন ব্যক্ত করায় আমি তুর্কী প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় খান সাংবাদিকদের জানান, তুর্কী প্রেসিডেন্ট এরদোগান আগামী মাসে পাকিস্তান সফর করবেন। এ সফরে উভয় দেশের মাঝে দ্বিপাক্ষিক বানিজ্যচুক্তির ব্যাপারে নিজের আগ্রহের কথা জানাবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি বলেন, পাকিস্তান এবং তুরস্ক পরস্পর খুব ভালো সম্পর্ক উপভোগ করছে।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগ দেয়ায় এরদোগান এবং ইমরান খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। এদিকে তুর্কী প্রেসিডেন্ট মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় বিশ্ব সম্প্রদায়ের প্রতি কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি কাশ্মীর এ সিরিয়া সংকট, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৈরি সম্পর্ক, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং সৌদি সাংবাদিক জামাল খাশোগজী হত্যার বিষয়টি সমাধানের জন্য বিশ্ব নেতাদের আহবান জানিয়েছেন।
আরএম/