আওয়ার ইসলাম: জালিয়াতি করে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত নির্বাচন কমিশনের তিন অস্থায়ী কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির করে পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
নির্বাচন কমিশনের তিন অস্থায়ী কর্মী হলেন- কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপরেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান রিমান্ডের বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।
-এটি