আওয়ার ইসলাম: নবীন ওয়ায়েজ, খতিব ও দাঈদের দায়িত্ব ও কর্মকৌশল সম্পর্কে বিশেষ দক্ষতা ও সচেতনা তৈরির লক্ষ্যে ‘ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ।
আগামী ২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন বিএম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াজ-নসিহতের ময়দান নিনর্বিগ্ন থাকা দীনের জন্য একান্ত জরুরি। আগামী দিনে মসজিদ ও ওয়াজের মিম্বর নির্বিগ্ন-নিরাপদ ও কার্যকর রাখত হলে আমাদের সকলের ভূমিকা অপরিহার্য। বিশেষত নবীন ওয়ায়েজ, খতিব ও দাঈদের দায়িত্ব ও কর্মকৌশল সম্পর্কে বিশেভ দক্ষতা ও সচেতনা প্রয়োজন। এ বিষয়ে তাদের সহায়তা ও দিকনের্শনার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
দেশের শীর্ষ ও বিজ্ঞ আলেম আলোচকগণ কর্মশালায় দিকনির্দেশনামূলক আলোচনা করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএম/