শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসিতে নিজেদের নাম তোলা নিয়ে আতঙ্কে পশ্চিমবঙ্গে আটজনের মৃত্যু হয়েছে। এনআরসির জন্য নথি জোগাড় করতে গিয়ে সেগুলো খুঁজে না পেয়ে তাদের কেউ কেউ আত্মহত্যা করেছেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সভার নির্বাচনে জিতলে আসামের মতো এনআরসি করার ঘোষণা দিয়েছে বিজেপি। অন্যদিকে এনআরসি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আনন্দবাজার জানায়, এনআরসি আতঙ্কে উত্তর ২৪ পরগনায় আরও দুজনের মৃত্যুর অভিযোগ উঠছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বসিরহাটের সোলাদানার বাসিন্দা কামাল হোসেন মণ্ডলের (৩২)। পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন।

তার আগেরদিন শনিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান শাসন থানার চক আমিনপুরের বাসিন্দা আয়েপ আলি (৫৫)। বাড়ির লোকজনের দাবি, ৭১ সালের আগের নথি না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

গত তিন দিনে এই নিয়ে এনআরসি আতঙ্কে শুধু বসিরহাটেই এক নারীসহ মোট তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনায় এনিয়ে মৃত্যুর সংখ্যা চার। সব মিলিয়ে এনআরসি আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মৃত্যুর ঘটনা মর্মান্তিক। বিজেপির এনআরসি নিয়ে প্রচারণার কারণে মানুষ আতঙ্কে ভুগছেন। নথি জমা দেয়ার ভিড়ের কারণে সরকারি দপ্তরের কর্মীদের রাত জেগে কাজ করতে হচ্ছে। ভিড় ঠেকাতে গিয়ে দপ্তরের কাজ বন্ধ হওয়ার উপক্রম। আমরা মানুষের পাশে আছি।

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও হুগলির চুঁচুড়ায় এনআরসি নিয়ে দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এনআরসি নিয়ে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিরোধিতার পাল্টা প্রচারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক মোহন ভাগবত। হাওড়ার উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় শনি ও রোববার তিনি বিজেপিসহ সংঘ পরিবারের সব সংগঠনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, আরএসএস প্রধান সংঘ পরিবারের সকলকেই এনআরসির পক্ষে প্রচারের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস না করিয়ে এনআরসি করা হবে না। এ বিল পাস হলে হিন্দুরা রক্ষাকবচ পাবেন। কোনো হিন্দুকেই দেশ থেকে বের করে দেয়া হবে না। সুতরাং হিন্দুদের কোনো ভয় নেই’।

-এএ


সম্পর্কিত খবর