আওয়ার ইসলাম: জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) চট্টগ্রাম সার্ভার স্টেশনের এক নারীসহ চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লাভ লেনে আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ সাংবাদিকদের জানান, এক নারীসহ নির্বাচন কমিশনের অধীনে অস্থায়ীভাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ভোটার বানানো এবং তাদের এনআইডি ও স্মার্ট কার্ড প্রদানের বিষয়টি নিয়ে দুদক ও নির্বাচন কমিশনের তদন্ত শুরু হওয়ার পর গত সোমবার রাতে ৩ জনকে ও বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী মোস্তফা ফারুককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।
-এএ