আওয়ার ইসলাম: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাঁদা না পেয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ বন্ধ করা এবং ঠিকাদারসহ তার লোকজনকে মারধর ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আকতার ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকজের বিষয়টি জানানো হয়।
ওই শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের ওই নেতা রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনো ট্রেডের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজে বাধা দেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়।
যদিও চাঁদা চাওয়ার এ বিষয়টি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা কাজী মুশফিকুর রহমান সাকিব।
তার পরেও এ ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষার্থে ও প্রকৃত ঘটনা জানতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা চাঁদা না দেয়ায় ঠিকাদারসহ তার লোকজনকে মারধর করে এবং নির্মাণাধীন মসজিদে ভাঙচুর চালিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়।
-এএ