বেলায়েত হুসাইন: নির্বাচিত ও বৈধ শাসকের বিরুদ্ধে দেশের সাধারণ জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারবে এবং শরিয়তের দৃষ্টিতে এর বৈধতা রয়েছে ফতোয়া দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রান্ড ইমাম ড. আহমাদ আত তাইয়্যিব।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে শাইখুল আজহার এ ফতোয়া দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল আহরাম।
ড. আহমাদ আত তাইয়্যিব বলেন, শাসকের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শরঈভাবে বৈধ। এর সাথে ঈমান বা কুফরের কোনো সম্পর্ক নেই। শাসকদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারীদের যারা কাফের বলে তারা ইসলাম থেকে দূরে সরে পড়েছে। তারা ইসলামের সঠিক ব্যখ্যা থেকে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। তবে শাসকের বিরুদ্ধে স্বশস্ত্র অবস্থান বড় ধরনের পাপ।
তিনি বলেন, এমনকি যারা খুলাফায়ে রাশেদিনের বিরুদ্ধে স্বশস্ত্র অবস্থান করেছে তারাও তাদের কাফের বলেননি এবং ইসলাম থেকে বেরও করে দেননি।
ড.আহমাদ আত তাইয়িব এই ফতোয়ার ব্যাপারে বলেন, আল আজহার সবসময় সবার কথা বিবেচনা করে কাজ করে এবং আমাদের শক্তি-সামর্থ্য দুর্বলকারী ও আমাদের স্বাতন্ত্র্য বিলোপকারী বিভেদ এবং বিভাজন থেকে দূরে থাকে।
আরএম/