শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

বাংলাদেশকে ঋণ দিতে লোকেরা ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশি দাতা সংস্থাগুলো বাংলাদশকে বিপুল পরিমাণ ঋণ দিতে মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে ঋণ দেয়ার জন্য হাজার হাজার লোক ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে।’

গতকাল শনিবার চট্টগ্রাম অফিসার্স ক্লাবে ‘এসডিজি অর্জনে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, চাইনিজ ব্যাংকসহ অন্যরা বাংলাদেশকে বিলয়ন ডলার ঋণ দিতে চায়। প্রয়োজন হলে নেবো, সময়মতো পরিশোধও করবো। আমরা সাদাকে সাদা বলতে চাই।’

দেশের ক্ষুদ্রঋণের ব্যাপারে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর মাত্র ১ শতাংশ মূলধন আসে ডোনার ফান্ড থেকে। এটা নিয়ে এত কথা বলার কী আছে? ডোনার শব্দটি আমাদের জন্য অপমানজনক। উই ডোন্ট লাইক দিস।’

বেসরকারি সংস্থাকে (এনজিও) কারও প্রভুত্ব মেনে না নেয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ১৯৭২-৭৪ সালেও অনেক ডোনেশন এসেছে, আমরা নিয়েছিও।

এসব নিয়ে বিদেশিরা বাহাদুরি দেখাত। কিন্তু এখন আর তাদের বাহাদুরি দেখার দরকার নেই। কেউ বন্ধুত্বের হাত বাড়ালে আমরাও হাত বাড়াব।’

ব্র্যাকের সিনিয়র উপদেষ্টা ও সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর