আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সব নেতাই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তারই কিছু প্রমাণ গত কয়েকদিনে আপনারা দেখেছেন।’
‘যুবলীগ, ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানে ভয়াবহ দুর্নীতি। যা দেশের জন্য, জনগণের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে,’ যোগ করেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নবনির্বাচিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
‘ক্যাসিনো কালচার’ বিএনপির সৃষ্টি-এমন অভিযোগ প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘যিনি এ অভিযোগ করেছেন, তাকেই জিজ্ঞেস করেন, কার সরকারের আমলে পত্র-পত্রিকায় ক্যাসিনো কালচার সামনে এসেছে? এ কালচার তো বিএনপির আমলে কখনো সামনে আসেনি। বর্তমানে পত্রিকায়, অনলাইন মিডিয়ায় যেভাবে এসেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোও ভেঙে ফেলছে এবং এ রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।’
অভিযানে যারা ধরা পড়ছেন, পূর্বে তারা বিএনপি করতেন-এমন অভিযোগ প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। মানুষ এখন বোঝে, এ সরকার সব সময় সত্যটাকে এড়িয়ে যেতে চায়। সরকারের সবাই এতে জড়িত। আপনারা দেখছেন, এখন কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে। ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে। সুতরাং কারোরই নিস্তার নেই জনগণের কাছ থেকে।’
ছাত্রদলের নবনির্বাচিত কমিটি নিয়ে মহাসচিব বলেন, 'সরকারের সমস্ত চক্রান্ত ভেদ করে বিএনপি সফলভাবে ছাত্রদলের কাউন্সিল করে নতুন দিগন্তের সূচনা করেছে। নবনির্বাচিত ছাত্রদল অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং এতে সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরএম/