শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

মাওলানা ফজলুর রহমানকে সতর্ক করলেন পাক রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের অন্যতম ইসলামভিত্তিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান কর্তৃক ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে সংগঠনটির প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমানকে সতর্ক করলেন দেশটির ফেডারেল রেলমন্ত্রী শেখ রশিদ।

এক সংবাদ সম্মেলনে শেখ রশিদ বলেছেন, তিনি যেন সরকার পতনের আন্দোলনে পাকিস্তানের হট জায়গায় (ইসলামাবাদে) না যান। খবর ডেইলি জং-এর।

লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান ধর্মীয় পতাকা ব্যবহার করে সরকারের বিরোধিতা করলে কোনো লাভ হবে না। আমরা বারবার তাকে সতর্ক করছি। ইসলামাবাদ একটি গরম জায়গা সেখানে গিয়ে তিনি টিকে থাকতে পারবেন না। রাজনীতিবিদরা শেষ পর্যন্ত তার সঙ্গ ছেড়ে দেবে।

শেখ রশিদ আরো বলেন, বিষয়টির মীমাংসা হচ্ছে, আসিফ জারদারির দল অর্থ দেওয়া শুরু করেছে, শাহবাজ শরীফের নমনীয়তা রয়েছে, তিনিও মধ্যম পথ খোঁজার চেষ্টা করছেন।

ফেডারেল রেলমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিপীড়িত কাশ্মীরিদের বিচারের জন্য জাতিসংঘে যাচ্ছেন। তাদের অধিকার আদায়ের চেষ্টা করছেন। আর আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা যতই বিরোধিতা করেন, আত্মবিশ্বাসের সাথে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধানের নেতৃত্বে কাশ্মীরের বিষয়টি এগিয়ে যাবে।

সূত্র: ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম। 

-এটি/আরএম/


সম্পর্কিত খবর