আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার জেদ্দায় দুই দিনের সফরে গিয়ে সৌদি বাদশা ও যুবরাজের সঙ্ বৈঠক করেন ইমরান। এসময় সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলারও নিন্দা জানান তিনি।
পাকিস্তানি প্রধানমন্ত্রী দফতরে থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়, কাশ্মির নিয়ে ভারতের পদক্ষেপে পাকিস্তান ক্ষুব্ধ। সৌদি বাদশা এসময় কাশ্মিরিদের সঙ্গে তাদের একাত্মতা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ইমরান খান কাশ্মির পরিস্থিতির পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানান। ওই হামলার পর সৌদি আরবের প্রতিদিন তেলের উৎপাদন অর্ধেক কমে গেছে।
আরএম/