আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন বিপুল পরিমাণে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রথম দিনের অধিবেশন সমাপ্ত করে রাজধানী ঢাকায় র্যালী করেছে তারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে এ সম্মেলনটি শুরু হয়। সম্মেলন শেষে রাজধানী ঢাকার গুলিস্তান হযে পল্টনের বিভিন্ন রাস্তায় তারা র্যালী করেন।
র্যালীর আগে আমন্ত্রীত অতিথিবৃন্দ কাজী বশির মিলনায়তনে বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর বলেন, এ দেশকে ঢুবিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে।
আমরা ইতিহাসে যখনই ইসলামের বিরোধীতা হয়েছে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। আমরা তসলিমার বিরুদ্ধে কথা বলেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমেছি। শহিদ আরমানের কথা আমরা বলতে পারি। বাংলাদেশ ছাত্র মজলিস এক ইতিহাসের নাম। মসজিদের শহরকে ক্যাসিনোর শহর বানাতে দিবো না আমরা।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, জাতির এক সংকটময় মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন খুব বেশি গুরুত্বের দাবি রাখে।
তিনি বলেন, এদেশের শিক্ষাঙ্গনগুলোর পবিত্রতা কলঙ্কিত হয়ে গেছে। নগ্নতা আর বেহাপনায় ভরে গেছে শিক্ষাঙ্গন। এ দেশের তরুণ সমাজকে ধ্বংস করার পথে নিয়ে গিয়েছে। দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এহেন মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিটি সদস্যকে দেশ জাতি ও মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, অনুষ্ঠানের বিশেষ অতিথি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিকু্দ্দীন বলেন, দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। দেশ জাতি আর সমাজ কে রক্ষা করতে আমাদেরই এগিয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ইসলামী রাজনীতি করি। ইসলামী রাজনীতিতে হৈচৈ আর চিল্লাফাল্লা নেই। অথচ অনেকে বক্তব্য দিয়ে গলা ফাঁটিয়ে ফেলে। এটা ঠিক নয়। আমরা সমাজে নৈতিকতার প্রচার প্রসার করবো, মানুষ আমাদের থেকে শিখবে। তাই আমাদেরকে সমাজের আইডল বনতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা ইসহাক বলেন, আজকের সম্মেলনে এত বেশি তরুণদের উপস্থিতিতে আমি যেনো তরুণ হয়ে গেছি। আমি হয়তো বেঁচে থাকবো না তবে আমার অবর্তমানে এ দেশে তোমরাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, আজ সারা দেশ থেকে আপনারা যেভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এ সম্মেলনকে সাফল্য মণ্ডিত করেছেন আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। আমরা আশা করবো আপনার আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস যুগ্মমহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল।
সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ হুজাইফা, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিম, তাওহীদুল ইসলাম তুহিন, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আজীজুল হক প্রমুখ।
-এটি