আওয়ার ইসলাম: নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এছাড়াও আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া ১৯ লাখের মধ্যে অনেক বৈধ নাগরিক থাকতে পারে বলে সতর্ক করেন মমতা।
তিনি আরও বলেন, বাদ পড়াদের অনেকেই হিন্দি, বাংলা ও স্থানীয় অসমীয় ভাষাভাষি। তাই এই তালিকা চূড়ান্ত হলে অনেক বৈধ ভোটার বাদ পড়তে পারেন বলেও সতর্ক করেন মমতা।
এরআগে, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জী। বৈঠকে মোদিকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়ে বীরভূম কয়লা প্রকল্প উদ্বোধনের আমন্ত্রণ জানান তিনি।
-এটি