শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

'জ্ঞান অর্জন চরিত্র গঠনের দিকে যান নেতৃত্ব আপনার হাতে আসবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মুনতাসির আলী বলেছেন, জ্ঞান অর্জন চরিত্র গঠনের দিকে যান নেতৃত্ব আপনার হাতে আসবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আপনারা দেখছেন। আজ যদি ছাত্ররা ইসলামী ও নৈতিকতার ছায়া তলে আসতো তাহলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুনখারাবি আর নৈতিকতার স্খলন হতো না।

সংগঠনের সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম জানান, দেশের বিভিন্ন জেলা মহানগর দায়িত্বশীল ও কর্মীদের বিপুল উপস্থিতি অনুষ্ঠান খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস, মুফতি মুহাম্মদ হোযাইফা, বাইছাম সাবেক সভাপতি। এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ই জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আত্মপ্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর