আওয়ার ইসলাম: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ বিকেলে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
বৈঠকে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
এবারের অধিবেশনেও বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বিশ্বনেতাদের সামনে বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক হবে।
এবারে প্রধানমন্ত্রীর সফরে আরও থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ীরা। জাতিসংঘের সাধারণ পরিষদে এবারের বিতর্কের প্রতিপাদ্য বিষয় হবে- দারিদ্র্যবিমোচন, মানসম্মত শিক্ষা, জলবায়ুর ঝুঁকি মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বহুমুখী প্রচেষ্টা।
এছাড়াও এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
-এটি