আওয়ার ইসলাম: গোয়েন্দা খবরের ভিত্তিতে রাজধানীর ধানমণ্ডি ক্লাব, এজাক্স ক্লাব ও কারওয়ানবাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। এই ৩টি ক্লাবের বিরুদ্ধেও অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগ রয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে যায় র্যাব-২। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।
এর আগে দুপুর দেড়টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র্যাব। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব পিস্তল, গুলি ও বিপুল পরিমাণে তাস আটক করেছে।
এর আগে সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন থেকে কেন্দ্রীয় যুবলীগের স্বঘোষিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ৭ বডিগার্ডসহ আটক করে র্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।
এ সময় তার ডেরা থেকে ২০০ কোটির এফডিআর চেক, নগদ ১০ কোটি ও অবৈধ মাদকদ্রব্য আটক করা হয়।
আরএম/