বেলায়েত হুসাইন: বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আহমাদ আত তাইয়িবের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী ড.আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় মন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নিকট তার জন্য দীর্ঘ হায়াত কামনা করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদির ধর্মমন্ত্রী টেলিফোন করে আহমাদ আত তাইয়িবের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সৌদিভিত্তিক গণমাধ্যম সাবাক জানিয়েছে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে সফল অস্ত্রপোচার করা হয়। তবে কি কারণে অস্ত্রপোচার করা হয়েছে তা উল্লেখ করেনি সাবাক।
এদিকে, সৌদিমন্ত্রীর টেলিফোন পেয়ে ড. আহমাদ আত তাইয়িব তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তিনি শংকামুক্ত এবং খুব শিগগির সৌদিতে উভয়ের সাক্ষাতেরও আশাবাদ ব্যক্ত করেন আল আজহার উপাচার্য।
এছাড়াও, টেলিফোনে মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আল আজহার উপাচার্য সৌদি আরব, মিসরসহ সমস্ত আরবি এবং মুসলিম রাষ্ট্রসমূহের জন্য মহান আল্লাহর নিকট শান্তি-নিরাপত্তা, সুখ-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন।
-এএ